খাগড়াছড়িতে রাসেল অপহরণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খাগড়াছড়ির মহালছড়িতে শিশু রাসেল অপহরণের পর মুক্তিপণ আদায় মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. ইউনুছ, মো. ইয়াছিন, নয়ন ধর, মো. নিটু ও মো. প্রিন্স। তাদের সবার বাড়ি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায়। আসামিদের মধ্যে মো. প্রিন্স ওরফে জনি পলাতক রয়েছেন।

২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মহালছড়িতে স্কুল থেকে ফেরার পথে শিশু রাসেল ধরকে বাজার এলাকা থেকে অপহরণ করা হয়।

চট্টগ্রামে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে র‌্যাব-৭ কৌশলে অপহৃত রাসেলকে উদ্ধার করে এবং অপহরণকারীদের আটক করে। শিশু রাসেল ধর একই এলাকার ব্যবসায়ী অংকর ধরের ছেলে।