কড়া নিরাপত্তায় নাটোরের ১ পৌরসভা ও ২ ইউপিতে ভোট গ্রহন শুরু(ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে পৌরসভা ও দুইটি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকেই ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতির হার বেশি।

ভোটেেকন্দ্রের নিরাপত্তার জন্য ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র পুলিশ সহ ১৪৪ জন পুলিশ সদস্য, ৬শ’১২জন আনসার ব্যাটেলিয়ন, ভিডিপি ও সাধারণ আনসার নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি এবং র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

নির্বাচনে বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র কেএম জাকির হোসেন ও বিএনপি প্রার্থী মহুয়া নূর কচি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বনপাড়া পৌরসভার ১১ টি কেন্দ্রের ৬১ টি কক্ষে ১৯হাজার ৫৫২জন ভোটার এবং জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের মোট ২৫ টি কেন্দ্রের ১৫৯ টি কক্ষে মোট ৫২ হাজার ৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

স/শ