ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের এরঃ উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক:

ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব এরঃ উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর দিঘীপাড়ায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার, নাচোল একাডেমির সাবেক সভাপতি জতিন হেমব্রম ও একাডেমি সদস্য যোষেফ মুরমু। উপস্থিত ছিলেন গ্রাম প্রধান চুন্ডা কিসকু, গনেশ কিসকু, অনিল মারান্ডী, যুব নেতা জুয়েল মুরমু ও মিস্ত্রি সরেনসহ অত্র এলাকার সাঁওতালসহ অন্যান্য সম্প্রদায়ের জনগণ।

আলোচকবৃন্দ বলেন, এরঃ উৎসব সাঁওতালদের বীজবপন কেন্দ্রিক উৎসব। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রত্যাশায় এ উৎসব মাঞ্জ্হীথানে পূজার্চনার মাধ্যমে শুরু হয়। পরে প্রত্যেক গ্রামের নিজ নিজ বাড়িতে মিনতি হয়। পরের দিন আবারো সকালে বিশেষ রীতিতে বীজ ছিটানো হয় বলে আলোচনায় উল্লেখ করেন তারা।

জি/আর