ক্রোম ব্রাউজারে থিম ইন্সটল করবেন যেভাবে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার একে অপরের প্রতিশব্দ। নেটে কাজ করতে হলে ব্রাউজারের নিয়েই কাটে বেশিরভাগ সময়। তাই একই ধরনের রঙয়ের ব্রাউজার সব সময় দেখতে বিরক্ত লাগতে পারে। এ থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্য আছে- রঙ পরিবর্তনের।

এ উপায়ে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম চাইলে নিজের মনের মতো করে রাঙ্গিয়ে নিতে পারবেন। কিভাবে এত থিম ইন্সটল করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

 

google-chrome-techshohor

গুগল ক্রোম ব্রাউজার চালুর পর ডান পাশের মেন্যু অপশন থেকে সেটিংসে ক্লিক করতে হবে।

তাহলে সেটিংস পেইজ চালু হবে। সেখান থেকে ‘get themes’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর আলাদা ট্যাবে নতুন একটি পেইজ চালু হবে। সেখানে ক্রোম ব্রাউজারের জন্য অনেক থিম প্রদর্শিত হবে।

এ পেইজের বাম পাশে রয়েছে ক্যাটাগরি ও রেটিং। চাইলে ক্যাটাগরি ও রেটিং অনুযায়ী থিম খুঁজে বের করা যাবে।google-chrome-techshohor (2)
যে থিমটি পছন্দ হয় তার উপর মাউস রেখে ক্লিক করতে হবে। এরপর’ add to chrome’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর কিছু সময় নিবে থিমটি ইন্সটল হতে এবং স্বয়ংক্রিয়ভাবে তা ক্রোম ব্রাউজারে প্রদর্শিত হবে।

এভাবে আপনার ব্রাউজারের পছন্দমত থিম যুক্ত করতে পারেন।

সূত্র : টেকশহর