ক্রিকেটারদের ক্লান্তি চলে এলে সে নিজেই বিশ্রাম নিতে পারে: নান্নু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ক্রিকেটার ও কোচিং স্টাফ বোঝাপড়া করে বিরতি বা বিশ্রাম দিয়ে খেলাতে পারে। এতে খেলোয়াড়দের ইনজুরি কম হবে। বেশি দিন খেলতে পারবে। বিশেষ করে যে সব ক্রিকেটার তিন ফরম্যাটে খেলে বিরতিটা তাদের জন্যই প্রয়োজন বলে জানান বাঁহাতি এ অলরাউন্ডার।

কোনো টুর্নামেন্ট বা সিরিজের মাঝে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে সাকিব আল হাসানের এমন মন্তব্য নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বিশ্রাম প্রক্রিয়ার কথা সাকিব বলেছে। এ ব্যাপারে আমরা কোনো কিছু চিন্তা করিনি। তবে খেলোয়াড়রা খেলতে না চাইলে সেটা ভিন্ন কথা।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, খেলা যদি পরপর হয় তাহলে অবশ্যই বিশ্রাম দিয়ে খেলালে ভালো। কোনো খেলোয়াড়ের ক্লান্তি চলে এলে বা উপভোগ না করলে তখন নিজে থেকেই বিশ্রাম নিতে পারে।