ক্যালেডোনিয়া দ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

সিল্কসিটিনিউজ ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডাব্লিউসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ থেকে ৮০ কিলোমিটার পূর্বে। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সেটির উৎপত্তিস্থল ছিল।

সংবাদমাধ্যম এবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করে পিটিডাব্লিউসি। পরে অবশ্য সে সতর্কতা প্রত্যাহার করা হয়।

ওয়াআন রিগাল্ট নামের স্থানীয় এক হোটেলের ব্যবস্থাপক জানান, ভূমিকম্পে হোটেলের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবারের ভূমিকম্পের মাত্র ১২ ঘণ্টা আগে নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জে আরো একটি ভূমিকম্প অনুভূত হয়। গত দুই মাসের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প ছিল।

Share
Tweet