বৃহস্পতিবার , ২১ জুন ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্যাটরিনা এবার বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের স্ত্রী! মাঠের চমক পর্দায়

Paris
জুন ২১, ২০১৮ ৭:৫৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের আধারে তৈরি হবে কপিল দেবের বায়োপিক। আগেই ঠিক হয়ে গিয়েছিল রণবীর সিংহ কিংবদন্তি অলরাউন্ডারের ভূমিকায় অভিনয় করবেন। এবার ঠিক হয়ে গেল রণবীরের বিপরীতে কে থাকছেন। সর্বভারতীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন কবির খান। কবির খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বেশ ভাল। এর আগে কবির খান পরিচালিত ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’ এবং ‘ফ্যান্টম’ সিনেমায় ক্যাটরিনাকে দেখা গিয়েছিল। সেই প্রচারমাধ্যমে সিনেমার সঙ্গে যুক্ত এক জন জানান, ‘‘এখনও কবির খান এই সিনেমার জন্য শীর্ষ অভিনেত্রীর নাম ঠিক করেননি। তবে বাকি দু’জনের নাম প্রায় চূড়ান্ত। এক জন নিউকামার এবং অন্য একজনের নাম সাজেস্ট করেছেন স্বয়ং রণবীর।’’

সেই ব্যক্তি অবশ্য জানাচ্ছেন এই সিনেমা মোটেই কপিল দেবের বায়োপিক নয়। বরং ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়কেই গুরুত্ব দেওয়া হবে। মে মাসে এক সাক্ষাৎকারে কপিল দেবও জানিয়েছিলেন, ‘‘এটা মোটেই আমার জীবনীমূলক সিনেমা নয়। এটা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় সংক্রান্ত।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘সিনেমায় আমার পাশাপাশি সুনীল গাওস্কর, মোহিন্দর অমরনাথ সহ বাকি ক্রিকেটারদেরও গুরুত্ব দেওয়া হবে।’’

রণবীরের বক্তব্য ছিল, ‘‘আমাদের প্রজন্মে ক্রিকেট ছিল সব সময়েই সব থেকে গ্ল্যামারাস খেলা। যখন কবির স্যার আমাকে ছবির ন্যারেশন দিচ্ছিলেন, তখন আমি বেশ অবাক হয়েছিলাম। গল্পটা যতটা ক্রিকেটের, ততটা মানবিকও।’’

সর্বশেষ - বিনোদন