কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ রিয়ালের, সহজ বার্সার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র আজ সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্যদিকে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা।

ড্রতে অ্যাটলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লেস্টার সিটি। ইউরোপিয়ান পর্যায়ে লেস্টার এর আগে দুইবার অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল। দুইবারই অবশ্য হেরেছিল তারা।

বরুশিয়া ডর্টমুন্ড পেয়েছে এএস মোনাকো। এই ম্যাচটি অবশ্য দারুণ হবে। প্রায় সমশক্তির দুটি দল একে অপরকে পেয়েছে।

বায়ার্ন মিউনিখ পেয়েছে রিয়াল মাদ্রিদ। এক সময় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন বায়ার্নের কোচ কার্লো আনচেলোত্তি। তখন জিনেদিন জিদান ছিলেন আনচেলোত্তির সহকারী কোচ। এবার রিয়াল মাদ্রিদের দুই কোচ মুখোমুখি।

ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাস পেয়েছে বার্সেলোনাকে। ২০১৫ সালে ফাইনালে খেলেছিল দল দুটি।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি :
রিয়াল মাদ্রিদ- বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা- জুভেন্টাস
বরুশিয়া ডর্টমুন্ড- এএস মোনাকো
অ্যাটলেটিকো মাদ্রিদ- লেস্টার সিটি।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী মাসের ১১ ও ১২ তারিখ। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ এপ্রিল।

সূত্র: রাইজিংবিডি