‘কোহলির হাতে সব ছেড়ে দাও’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিরাট কোহলিকে পুরোপুরি স্বাধীনতা দেয়ার দাবি তুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাবেক ফ্রাঞ্চাইজি মালিক বিজয় মালিয়া।

টুইট বার্তায় বিজয় মালিয়া লেখেন, সিংহের মতো গর্জন করো, আইপিএল ট্রফি এবার বেঙ্গালুরুর ঘরে আন। কোহলি যখন অনূর্ধ্ব-১৯ দলে ছিল তখন থেকেই সে ব্যাঙ্গালুরুর সঙ্গে আছে।

তিনি আরও লেখেন, ভারতকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছে কোহলি। সেই সঙ্গে নিজেও খুব ভালো পারফর্ম করছে। তাই বলছি, কোহলির হাতে সব ছেড়ে দাও। ওকে স্বাধীনতা দাও। ব্যাঙ্গালুরুর সমর্থকেরা অনেক দিন ধরে ট্রফিটার অপেক্ষায় রয়েছেন।

দীর্ঘদিন ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব পানল করে আসছেন বিরাট কোহলি। ২০১৬ সালে তার নেতৃত্বে তৃতীয়বার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি ব্যাঙ্গালুরু।

এর আগে ২০০৯ সালে অনিল কুম্বলের নেতৃত্বে প্রথম ফাইনালে খেলেও শিরোপা স্বাদ পায়নি রয়েল চ্যালেঞ্জার্স।

এরপর ২০১১ সালে আইপিএলের পঞ্চম আসরে ডেনিয়েল ভেট্টরির অধিনায়কত্বে ফাইনালে খেলেও মহেন্দ্র সিংধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যায় ব্যাঙ্গালুরু।

আইপিএল শিরোপা জিততে এবার বিরাট কোহলিকে পূর্ণ স্বাধীনতা দেয়ার দাবি তুলেছেন দলটির সাবেক ফ্রাঞ্চাইজি বিজয় মালিয়া।