কোহলির পরামর্শেই গুগলি করেছিলাম : চাহাল

আইপিএলে গতকাল সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যেমন অদ্ভুতভাবে জিতে গেল, তেমনি অদ্ভুতভাবেই হেরে গেলে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ১৬৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় সানরাইজার্সের স্কোর ছিল ২ উইকেটে ১২১ রান। সেখান থেকে ২৬ বলে ৩২ রানের মাঝেই শেষ ৮ উইকেট হারায় তারা! যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদ। যার নেপথ্যে যুজভেন্দ্র চাহালের স্পিন ভেলকি।

১৮ রানে ৩ উইকেট শিকার করে কোহলির দলের জয়ের নায়ক চাহাল। মণীশ পাণ্ডেকে ফেরানোর পর নিজের চতুর্থ ওভারে তুলে নেন জনি বেয়ারস্টো ও বিজয় শঙ্করের উইকেট। ওই জোড়া ধাক্কা সামলে উঠতে পারেনি হায়দরাবাদ। ম্যাচের পর তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি, ‘চাহাল সম্পূর্ণভাবে ম্যাচের চেহারা বদলে দিয়েছে। অন্য স্পিনাররা এই পিচ থেকে খুব একটা সুবিধা আদায় করতে পারেনি। কিন্তু চাহাল দেখিয়ে দিল যে কব্জিতে মোচড় থাকলে বল ঘোরানো সম্ভব। সে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছে।’

এদিকে চাহালের মুখে শোনা গেল কোহলির প্রশংসা। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বললেন, ‘স্টাম্প টু স্টাম্প লাইনে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার অধিনায়কের নির্দেশ ছিল আক্রমণে যেতে। একটা সময় ওরা খুব ভালো ব্যাটিং করছিল। ফলে আমি দূরে দূরে বল রেখে ঘোরাচ্ছিলাম। ওই ধরনের বলে মারা কঠিন। বেয়ারস্টোর ক্ষেত্রে আমি বলটা একটু লেগের দিকে রেখেছিলাম। আর বিজয় শঙ্করের ক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেছিলাম। আমরা ঠিক করেছিলাম যে প্রথম বলেই গুগলি দেব।’

 

সূত্রঃ কালের কণ্ঠ