কোহলিদের শুভসূচনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারালো ভারত। কার্লোস ব্র্যাথওয়েট বাহিনীর ব্যাটিং বিপর্যয়ের সুবাদে ১৭.২ ওভারে জয় নিশ্চিত করেন কোহলি ব্রিগেড। এতে স্বাগতিকদের ডেরায় শুভসূচনা করলেন সফরকারীরা।

জবাব দিতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। দলীয় ৩২ রানে ফিরে যান শিখর ধাওয়ান, রোহিত শর্মা, রিশভ পন্থ। রোহিত করেন ২৪ রান। পরে মণীশ পান্ডেকে নিয়ে প্রতিরোধ গড়েন বিরাট কোহলি। উভয়ই ব্যক্তিগত ১৯ রান করে ফেরেন।

তবে ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় টিম ইন্ডিয়া। তাদের নিরাপদ স্থানে রেখে যান কোহলি-মণীশ। কিছুক্ষণ পর সাজঘরে ফিরে যান ক্রুনাল পাণ্ডে। জয় তখন নাগালে। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বাকি কাজটুকু সারেন রবীন্দ্র জাদেজা। ফলে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে মেন ইন ব্লুরা। ক্যারিবীয়দের হয়ে শেল্ডন কটরেল, সুনিল নারাইন ও কিমো পল-প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রাউয়ার্ড আঞ্চলিক পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে উইন্ডিজ। মাত্র ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা।

কোনো রান যোগ করার আগেই ফেরেন জন ক্যাম্পবেল। দলীয় ৮ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন অপর ওপেনার এভিন লুইস। পরে ২০ রানের জুটি গড়তেই বিপদে পড়েন নিকোলাস পুরান। তিনি ফেরেন ১৬ বলে ২০ রান করে। করুন অবস্থায় দলের হাল ধরেন কাইরন পোলার্ড। তবে তাকে সমর্থন জোগাতে পারেননি অন্যরা।

উইকেটের একপাশ আগলে রাখেন পোলার্ড। কিন্তু অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, সুনীল নারাইন, কার্লোস ব্রাথওয়েটরা।

পোলার্ড ইনিংস শেষ হওয়ার ৩ বল আগে এলবিডব্লিউ হয়ে ফেরেন। এর আগে ৪৯ বলে ২ চারের বিপরীতে ৪ ছক্কায় ৪৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৫ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। ভারতের হয়ে অভিষেক ম্যাচে ১৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নভোদ্বীপ শাইনি। ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।