কোরানের বাণীতেও নরম হল না জঙ্গি, অগত্যা এনকাউন্টার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গভীর রাত থেকে উপত্যকায় শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি৷ চারিদিক থেকে এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা৷ চলছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই৷ সেনার সঙ্গে লড়াইয়ে কোণঠাসা অবস্থা জঙ্গিদের৷ সেই পরিস্থিতিতেও মানবিকতা দেখিয়েছে ভারতীয় সেনা৷ শেষবারের মতো জঙ্গিদের সমাজের মূলস্ত্রোতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন তারা৷ কিন্তু ভারতীয় জওয়ানদের ডাকে সাড়া দেয়নি কোনও জঙ্গি৷ শেষ পর্যন্ত এনকাউন্টারে মারা যায় তারা৷

এমনই একটি ঘটনা সম্প্রতি সামনে আসে৷ কয়েকদিন আগে দক্ষিণ কাশ্মীরের তিনটি পৃথক এনকাউন্টারে ১৩ জন জঙ্গি মারা যায়৷ মৃতরা সকলে লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন সংগঠনের সঙ্গে যু্ক্ত বলে জানা যায়৷ সেই ঘটনায় এক হিজবুল জঙ্গিকে সমাজের মূল স্ত্রোতে ফিরিয়ে আনতে প্রায় ছ’ঘন্টা ধরে তাকে বোঝায় সেনা ও কাশ্মীর পুলিশ৷

শনিবার রাতে রউফ খান্ডে ও তার এক সহযোগী সেনার তাড়া খেয়ে অনন্তনাগের দিয়ালগাম গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়৷ সেই বাড়িটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী৷ এরপর তাদের আত্মসমর্পণের কথা জানানো হয়৷ তাদের বোঝাতে রউফের বাবা মাকে সেখানে নিয়ে আসে পুলিশ৷ উদ্দেশ, যাতে তারা ছেলেকে বুঝিয়ে সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে৷ এভাবে কেটে যায় প্রায় ছ’ঘন্টা৷

সেদিন অপারেশনে উপস্থিত থাকা এক পুলিশ কর্তার কথায়, রউফকে বোঝাতে প্রথমে টেলিফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়৷ এরপর তার বাবা মাকে সেখানে নিয়ে আসা হয়৷ আমরা ভেবেছিলাম রউফ বুঝবে এবং সন্ত্রাসের পথ থেকে সরে আসবে৷ কিন্তু ওর কপালে অন্য কিছু লেখা ছিল৷

কেন রউফকে শেষ বারের মতো সুযোগ দিতে চেয়েছিল পুলিশ? অনন্তনাগের ওই পুলিশ কর্তা জানিয়েছেন, টেলিফোনে রউফের সঙ্গে কথা বলার পর বুঝলাম ওকে কোরানে বর্ণিত উপদেশের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷  তাই আমিও কোরান থেকে বিভিন্ন বাণী উদ্ধৃত করে রউফকে বোঝাই এবং সন্ত্রাসের পথ ত্যাগ করতে বলি৷ ওকে বলি, ‘‘তোমাকে ইসলামের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷’’

এতে সে আরও ক্ষেপে যায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ প্রায় ৩০ মিনিট এই কথোপকথন চলে৷ ওই জঙ্গিকে বাঁচাতে সবরকম ভাবে চেষ্টা করে কাশ্মীর পুলিশ৷ তার বাবা মাকে পর্যন্ত ডেকে আনা হয়৷ কিন্তু সব চেষ্টাই সে ব্যর্থ করে দেয়৷ এরপর রউফ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তেই ধৈর্য্যের বাঁধ ভাঙে নিরাপত্তা বাহিনীর৷ পাল্টা গুলি ছোড়ে তারা রবিবার সকাল বেলা ওই বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া যায় রউফকে৷

কলকাতা ২৪*৭