বাগমারায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার মোগাইপাড়া  নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভুটভুটি আরোহী দু’জন নিহত হয়েছেন। নিহতরা কোরাবানির গরু কিনে নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে ফিরছিলেন।

 

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকের এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।

 

নিহতদের মধ্যে জয়নাল হোসেন (৬০) বাগমারার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের বাসীন্দা। রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া অপরজনের নাম পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, একটি ভুটভুটিতে করে কোরবানির জন্য কেনা ৫টি গরুসহ চৌবাড়িয়া হাট থেকে বাগমারায় ফিরছিলেন ১২ জন আরোহী। এর মধ্যে একজন ভুটভুটি চালকও ছিলেন।

 

গরুসহ তাদের বহনকৃত ভুটভুটি বাগমারার মোগাইপাড়া গ্রামে পৌাঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে্ই জয়নাল নিহত হন। এছাড়াও ভুটভুটি চালকসহ আরো অন্তত ৬ জন আহতকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা।

 

তবে হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনার পরে ওই বিক্ষুব্ধ এলাকাবাসীল মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

 

বাগমারা থানার কয়েকজন পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

স/আর