কোমরের ব্যথা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি :
দীর্ঘদিনের কোমরের ব্যথা সহ্য করতে না পেরে বগুড়ার আদমদীঘিতে স্বামীর বাড়িতে সকলের অজান্তে পেয়ারা বেগম (৪২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়ার ইব্রাহিম সরদারের ২য় স্ত্রী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী না থাকায় থানায় কোনো মামলা হয়নি।

স্থানিয়রা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, গৃহবধূ পেয়ারা বেগম দীর্ঘদিনের কোমর ও পায়ের ব্যথা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদমদীঘির গোবিন্দপুর গ্রামে তার স্বামীর বাড়িতে বারান্দার তিরের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। স্বামী ইব্রাহিম কাজ থেকে বাড়িতে ফিরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন।

ওই গৃহবধূর স্বামীরও দাবী- তার স্ত্রী কোমরের ব্যথা সহ্য করতে না পেরে এ ঘটনাটি ঘটিয়েছে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/অ

আদমদীঘিতে সরকারি চাল উদ্ধার মামলায় ১৯ দিনেও গ্রেফতার হয়নি আসামীরা