কোন পদটি ছাড়বেন পাপন?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন রাজনীতিতে এসেছেন পারিবারিক সূত্রে। সেই ধারাবাহিকতায় তিনি সংসদ সদস্যও (এমপি) নির্বাচিত হয়েছেন। এর বাইরে তাঁর আরো পরিচয় রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও দেশের একটি শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা।

একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করা একজন ব্যক্তির পক্ষে অনেকটাই কঠিন। যদিও এসব গুরুদায়িত্ব কয়েক বছর ধরে তিনি পালন করেও আসছেন। তিনি মনে করছেন, টানা এতগুলো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই একটি পদ তাঁকে ছাড়তে হবে। এর পর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে, তিনি কোন পদটি ছাড়বেন, তা নিয়ে।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের পাপন বলেন, ‘নিজের প্রয়োজনে আমি একটি চাকরি করি। চাকরিতে আগে যে পরিমাণ সময় দিতাম, এখন তার অর্ধেক সময় দিতে পারি না। আবার একটা এলাকার সংসদ সদস্যও আমি। আমাকে সংসদে যেতে হয়। বিসিবির সভাপতিও আমি। এসব করতে গিয়ে আবার এলাকার কাজে একদমই সময় দিতে পারছি না।’

এত সব দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে বলে উপলব্ধি জিল্লুর রহমান তনয়ের। তিনি বলেন, ‘দুবাই থেকে মাত্র ফিরেছি আইসিসির সভা শেষ করে। এখন আবার হায়দরাবাদে যেতে হবে টেস্ট উপলক্ষে। এর পর পেশাগত কাজে আবারও দেশের বাইরে যেতে হবে। এই বয়সে এত বেশি ট্রাভেলিং করা কঠিন হয়ে যাচ্ছে।’

সামনে বিসিবির নির্বাচন, আবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এমন এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘নিজের তরফ থেকে আমার নির্বাচন না করার সম্ভাবনাই বেশি।’

সূত্র : এনটিভি