কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’ এ স্লোগান ধারণ করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল ১১টায় কলেজের সামনের রাস্তায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধার একাধিকবার ব্যবহার বাতিল, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং চাকরিতে ঢোকার ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ।

 

মানববন্ধনের আহ্বায়ক ও কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মো: রনি আহম্মেদ বলেন, দেশের মাত্র তিন শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে। মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে, সেটি নিশ্চিত করতে কোটাব্যবস্থা সংস্কার করতে হবে।

এ সময় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

স/শ