কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক, রাবি:
কোটা সংস্কারের দাবিতে এবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা মিছিল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই,’ ‘কোটা ব্যবস্থার সংস্কার চাই’ বলে স্লোগান দিতে থাকেন। এরপরই শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে এগিয়ে যায়। প্রধান ফটক থেকে জোহা চত্বর পর্যন্ত সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

ক্লাস বর্জন করায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যায়নি। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজিত পরিবেশ বিরাজ করছে।

এর আগে গতকাল মধ্যরাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
স/শ