কোটার দাবিতে শাহবাগে ও রাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

কোটার দাবিতে শাহবাগ অবরোধ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। বুধবার রাত সাড়ে ৮টা দিকে তারা রাস্তায় নামেন।

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কোটার দাবিতে অবস্থান নেন মুক্তিযোদ্ধার সন্তানরা। পরে রাত ১টার দিকে তারা সরে যান। আজ সকালে আবারো আন্দোলন হওয়ার কথা রয়েছে।

জানা যায়, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর পরিপ্রেক্ষিতে বুধবার রাত সাড়ে ৮টা দিকে রাস্তায় নামেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তারা তাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন। ওই এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল।

শাহবাগ থানার ওসি আবুল হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধার সন্তানরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন।