কেশরহাট পৌর বিএনপির সভাপতি হলেন আলো, সম্পাদক মশিউর

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সম্মেলন নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। ভোটের মাধ্যমে সভাপতি পদে সাবেক পৌর মেয়র আলাউদ্দিন আলো এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহাবুব আলম বুলবুল, কাউন্সিলর বাবুল আক্তার ।

শুক্রবার (৩ জুন) কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

কেশরহাট পৌর বিএনপি সূত্রে জানা যায়, এ নির্বাচনে মোট ভোটার ছিলো ৬৪৪ জন। ভোট প্রদান করেন ৫৯৯ জন ভোটার। এর মধ্যে ৫৯২ ভোট বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৭ ভোট এবং অনুপস্থিত ছিলো ৪৫ জন ভোটার। আর এ দুইটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন ৩ জন করে মোট ৬ জন পদপ্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রায়হানুল আলম রায়হান, সদস্য সচিব বাবু বিশ্বনাথ,সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, ডি এম জিয়াউর রহমান জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপি আহবায়ক আবু হেনা কামরুজ্জামান, সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি ও রাজশাহীর সংরক্ষিত আসনের সাবেক এমপি জাহান পান্না, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালি, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনসহ কেশরহাট পৌর বিএনপির নেতাকর্মীরা।

জি/আর