কেমন আছেন আরবের মেয়েরা, আইন জানলে আঁতকে উঠতে পারেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজকের দিনে সারা বিশ্বেই নারী স্বাধীনতা এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনও বহু জায়গাতেই পুরুষশাসিত সমাজে মেয়েদের বাঁধা ধরা গণ্ডির মধ্যে থাকতে হয়। গান, সিনেমা, লেখা বিভিন্ন মাধ্যমকে হাতিয়ার করে এই বিষয়ে প্রচার চালানো হলেও ছবিটা খুব একটা বদলায়নি। তার জ্বলজ্যান্ত উদাহরণ হল সৌদি আরব। সে দেশে মহিলারা এখনও কী কী করতে পারেন না, জানলে অবাক লাগতে পারে।

আরবে এখনও মহিলাদের গাড়ি চালানোর অনুমতি নেই। ইসলামিক আইন বা সৌদির ট্র্যাফিক আইনে এমন কিছু বলা না থাকলেও এই নিয়মই কঠোর ভাবে মানা হয় সে দেশে। এমনকী, মহিলাদের ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয় না। তবে দীর্ঘদিন ধরে এই নিয়ম নিয়ে বিতর্ক চলার পর সম্প্রতি শোনা যাচ্ছে, এই নিয়ম বদলে ফেলা হবে।

কোনও পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট করানো, ঘুরতে যাওয়া বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই আরবের মহিলাদের। এমনকী ডাক্তারের কাছে যেতে হলেও পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয় তাঁদের।

ইসলাম ধর্মের বাইরে কাউকে বিয়ে কাউকে বিয়ে করা সৌদি আরবের মুসলমান মহিলাদের জন্য কঠোর ভাবে নিষিদ্ধ।

কমপক্ষে দু’জন পুরুষের ক্যারেক্টর সার্টিফিকেট ছাড়া ব্যবসা শুরু করতে পারেন না এখানকার মহিলারা।

পরিবারের চেনা পরিচিতের বাইরে অন্য কোনও পুরুষের সঙ্গে কথা বলা বারণ আরবের মহিলাদের। এমনটা করলে জেল পর্যন্ত হতে পারে।