কেবল ঢাকা শহরেই ১,০০০ ছাড়িয়েছে করোনা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) থাবা বসাতে শুরু করেছে বাংলাদেশে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই। মৃত্যু ছাড়িয়েছে একশ’র গণ্ডি।

বিবিসি বাংলা জানাচ্ছে, কেবল ঢাকা শহরেই করোনা সংক্রমণ ছাড়িয়েছে এক হাজার।

স্বাস্থ্য অধিদপ্তরের ২০ এপ্রিলের হিসাব অনুযায়ী ঢাকায় এখন পর্যন্ত ১ হাজার ১৭৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।

ঢাকার আশপাশেই মূলত করোনাভাইরাস রোগী অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি। আইইডিসিআরের হিসাব অনুযায়ী চট্টগ্রামে পুরো বিভাগে মোট করোনাভাইরাস রোগী আছেন ১১৮ জন, সেখানে নরসিংদীতে ১৩৫ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন এবং গাজীপুরে শনাক্ত হয়েছেন ২৬৯ জন।

নারায়ণগঞ্জে সংক্রমণ হয়েছে ৩৮৭ জনের মাঝে। এর বাইরে মুন্সীগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।

মাদারীপুর প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এখন সেখানে শনাক্তের সংখ্যা কম।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে গাজীপুরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। সব মিলিয়ে মোট আক্রান্তের ১৯ দশমিক ৫ ভাগই এখন গাজীপুরের। প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।

 

সূত্রঃ দেশ রূপান্তর