শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কেন কাশতে কাশতে মাটিতে নুয়ে পড়ছিলেন ধোনি?

Paris
অক্টোবর ৩, ২০২০ ৫:২২ অপরাহ্ণ

টানা তিন ম্যাচ হেরে লজ্জার হ্যাটট্রিক করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তিনবারের শিরোপাজয়ী দলটি শেষ কবে এমন বিপদে পড়েছিল ধোনি মনে করতে পারছেন না। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ধোনিকে বারবার কাশতে দেখা যায়। ৭ রানে হেরে যাওয়া ম্যাচটিতে চেন্নাই অধিনায়ককে দেখা গেছে, উইকেটে কাশতে কাশতে নুইয়ে পড়ছেন! কিন্তু কেন তার এই অবস্থা?

ধোনির বয়স ৩৯ হলেও তিনি অসম্ভব ফিট একজন ক্রিকেটার। তবু আরব আমিরাতের গরম আবহাওয়া কাল তাকে একটু হলেও কাত করে ফেলেছিল। যে কারণে ব্যাট করতে নেমে মাঝে-মধ্যেই কাশি থামাতে পারছিলেন না ধোনি। কাশির দমকে উইকেটের এক পাশে মাথা নুইয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ধোনি বলেন, ‘এখানকার আবহাওয়া অনেক শুকনো। গলা শুকিয়ে আসায় কাশতে শুরু করি। বৈধভাবেই কিছু সময় বিরতি নিয়েছি।’

গতকাল ধোনি যখন ৫ নম্বরে ব্যাটিং করতে নামেন, তখন ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান মাত্র ৩৬! জয়ের জন্য ৮৪ বলে চেন্নাইয়ের দরকার ছিল ১২৯ রান। সেই পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ধোনি। তবু দলকে জেতাতে পারেননি। ম্যাচ হারেরক কারণ নিয়ে ধোনি বলেন, ‘অনেক ডেলিভারি মাঝ ব্যাটে লাগাতে পারিনি। একটু বেশি জোরে মারার চেষ্টা করছিলাম। উইকেট একটু মন্থর হওয়ায় টাইমিং করাই ছিল মূল উদ্দেশ্য। আউটফিল্ড দেখে অবচেতন মনেই মারার চেষ্টা করছিলাম।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা