শনিবার , ১ জুলাই ২০১৭ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, তিন নারী আটক

নিউজ ডেস্ক
জুলাই ১, ২০১৭ ৯:০০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় সেখান থেকে এক শিশু ও ভেস্টসহ তিন নারীকে আটক করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিটিটিসি ইউনিটের একটি টিম ঢাকা থেকে ঘটনাস্থলে এসেছে। তাদের তথ্য মতে আমরা প্রথমে একটি স্পটে যাই, সেখানে না পেয়ে ভেড়ামার ব্রাহ্মনপাড়া এলাকার তালতলার একটি একতলা বাড়িতে অভিযান চালাই। বাড়িটি ঘিরে ফেলি। এরপর অভিযান চালিয়ে বিস্ফোরক ও ভেস্ট উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘বাড়িটির মালিক মাসুদ নামে এক ব্যাক্তি, তিনি বয়স্ক। দুই মাস আগে তার স্ত্রী বাড়িটি ১২শ’ টাকায় বাড়িটি ভাড়া দিয়েছিলেন। আরমান নামে এক ব্যাক্তি বাড়িটি ভাড়া নেন। তিনি স্ত্রী নিয়ে থাকার কথা বলেছিলেন। কিন্তু বাড়িতে কোনও পুরুষ সদস্য পাওয়া যায়নি। অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে। এক নারীর এক নবজাতক রয়েছে।’

ওসি বলেন, ‘এক নারীর বাড়ি ভেড়ামারায় এবং অপর দুইজনের বাড়ি নাটোর বলে প্রাথিমকভাবে জানা গেছে। তবে তাদের তথ্য যাছাই-বাছাই করা হচ্ছে। আমরা আরমানকে খুঁজছি।’

তিনি আরও বলেন, ‘নারীরা প্রথমে বলেছিল আরমান ডিশ ব্যবসা করে, পরে অন্য একটি ঠিকানা দিয়েছিল। তবে আমরা ওইসব জায়গাতে আরমানকে পাইনি। তাকে গ্রেফতার করলে রহস্য খুলবে।’

এদিকে সিটিটিসির এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, ঈদের আগে জঙ্গিরা ভেড়ামারাতে একটি বাসা ভাড়া নিয়ে সংগঠিত হচ্ছে। তখন থেকেই এই এলাকায় আমাদের নজরদারি বাড়ানো হয়।  তারই ধারাবাহিকতায় তথ্য নিশ্চিত হয়ে এই বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই বাড়িতে নারী জঙ্গিরা সবসময় থাকে। তবে পুরুষরা আসা-যাওয়ার মধ্যে থাকতো। তাদের মধ্যে আরমান একজন। এটি তার নকল নাম হবে, ধারণা করছি। সেই বাড়িটি ভাড়া নিয়েছিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র: বাংলা ট্রিবিউন

 

সর্বশেষ - রাজশাহীর খবর