কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় পর আজ বৃহস্পতিবার থেকে তৃতীয় বারের মতো সশরীরে পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর এবং চলতি বছরের ১৩ জুন পরীক্ষা গ্রহণ শুরু করেছিল। তবে করোনার প্রকোপ বাড়ায় সে সময় তা স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাতটি বিভাগের ১১টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে সকাল-সন্ধ্যা দুই শিফটে স্নাতকের পাঁচটি ও স্নাতকোত্তরের ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ ছাড়া অনুষদ ভবনে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে, সে নির্দেশনাও দেওয়া হয়।

এদিকে, গতকাল পরীক্ষা গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ সাতটি নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সূত্রঃ কালের কণ্ঠ