কুমিল্লায় বাসচাপায় দুই ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লার পদুয়ারবাজারে উল্টো পথে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের আব্দুস সাদেকের ছেলে ও বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসেন, লালমতি গ্রামের হুমায়ূন কবির মেম্বারের ছেলে ও বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক তৌকির আহমেদ সজল এবং একই গ্রামের প্রবাসী শাহীন আহমেদ।

আজ রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, পদুয়াবাজার এলাকার হোটেল নূরজাহানে শ্যামলী পরিবহণের বাসগুলো যাত্রা বিরতি করে। পরে চট্টগ্রামগামী বাসগুলোকে কিছুটা পথ উল্টো গিয়ে ইউটার্ন নিয়ে নির্ধারিত সড়কে উঠতে হয়। শ্যামলী পরিবহনের ওই বাসটি উল্টো পথে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তিন আরোহীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।