কুমিরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিরের আক্রমণের শিকার হওয়ার পর এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া ওই ব্যক্তি (৩৫) বড়শি দিয়ে মাছ শিকার করতেন। শনিবার ফার নর্থ কুইন্সল্যান্ডের পালমার পয়েন্টে লোকটির খালি নৌকা পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, কুমিরের আক্রমণে লোকটি মারা গেছেন। বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

রোববার অন্য ঘটনায় এক ব্যক্তি ইনিসফেইল থেকে ৬০ কিলোমিটার দূরে কুমিরের আক্রমণের শিকার হন। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন।

এদিকে, কুমিরের আক্রমণে মারা যাওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় তারা ৪ মিটার লম্বা একটি কুমিরের সন্ধান করছে। যদি সত্যিই কুমিরটি ওই ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে সেটিকে ধরে হত্যা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তদন্তে যদি প্রমাণিত হয়, কুমিরের আক্রমণেই লোকটির মৃত্যু হয়েছে, তাহলে ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত এটি হবে কুইন্সল্যান্ডে এ ধরনের মৃত্যুর নবম ঘটনা।

অন্যদিকে, কর্তৃপক্ষ আরো জানিয়েছে, রোববার রাতে একটি কুমির আগ্রাসীভাবে পুলিশের একটি নৌকার দিকে ধেয়ে আসে।

সূত্র: রাইজিংবিডি