কী আছে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস ফোনে ?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যাপল বলছে হেডফোন সকেট ও ক্যামেরার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়েই বাজারে আসছে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস।

 

ফোন দুটি হবে সম্পূর্ণ ধূলোবালি ও পানি নিরোধক।

 

শুক্রবার থেকেই আইফোন ৭ এর প্রি অর্ডার দেয়া যাবে আর সরবরাহ শুরু হবে আগামী সপ্তাহ থেকেই।

 

যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপলের সিইও টিম কুক সান ফ্রান্সিসকোতে নতুন এ দুটি মডেলের বাজারে আসার ঘোষণা দিয়েছেন।

 

তবে বাংলাদেশের বাজারে এ ফোন আসতে আরও অনেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে ।

 

আইফোনের নতুন দুটি সংস্করনেরই আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো তারবিহীন হেডফোন যা অ্যাপলের যে কোন ডিভাইস অর্থাৎ ঘড়ি, ফোন, ল্যাপটপ সবকিছুতেই ব্যবহার করা যাবে ।

 

নতুন আইফোনে আগের চেয়ে আরও বেশি সময় চার্জ থাকবে এবং ডেটা ধারণ ক্ষমতাও বাড়ানো হয়েছে অনেকটা ।

 

একই সাথে প্রথমবারের মতো আইফোন ৭ প্লাসের পেছনে সংযোজন করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, আর সামনের ক্যামেরা তো রয়েছেই।

 

যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ৭ বিক্রি হবে ৫৯৯ থেকে ৭৯৯ মার্কিন ডলারের মধ্যে।

 

আর আইফোন ৭ প্লাস বিক্রি হবে ৭১৯ থেকে ৯১৯ মার্কিন ডলারের মধ্যে।

সূত্র: বিবিসি বাংলা