বুধবার , ৪ মে ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কিয়েভের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত মস্কো, ম্যাক্রোঁকে পুতিন

Paris
মে ৪, ২০২২ ৯:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার তাদের মধ্যে এ আলাপ হয় বলে জানিয়েছে ক্রেমলিনের প্রেস সার্ভিস। খবর তাসের।

প্রতিবেদনে বলা হয়, পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, ইউক্রেনের অনিচ্ছা সত্ত্বেও রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত আছে।

পুতিন ম্যাক্রোঁকে আরও বলেন, ইউক্রেনের সেনারা যে যুদ্ধাপরাধ করেছে তা ইউরোপের দেশগুলো এড়িয়ে যাচ্ছে।

রাশিয়ান প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস এক বিবৃতিতে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইউক্রেনের সেনাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ ও দোনবাসের গ্রাম-শহরে ব্যাপক বোমাবর্ষণের ঘটনা এড়িয়ে যাচ্ছে। যেসব বোমা হামলার কারণে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পশ্চিমা দেশগুলো কিয়েভের ওপর চাপ প্রয়োগ ও অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে এ অপরাধগুলো বন্ধ করতে অবদান রাখতে পারে।

টেলিফোন আলাপে এ দুই নেতা বিশ্বের খাদ্য নিরাপত্তা নিয়েও কথা বলেছেন।

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, ফ্রান্স বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বজায় রাখার সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

ফোনালাপে ম্যাক্রোঁকে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান পুতিন। দুই নেতা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রে সম্মত হয়েছেন।

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রথম দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোনে আলাপ করলেন। এর তারা কথা বলেছিলেন ২৯ মার্চ। এদিকে ৩০ এপ্রিল ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক