কিশোর কুমারের জন্মদিনে ভারতে অতিথি হয়ে গেলেন রাজশাহীর শিল্পী সুমন

নিজস্ব প্রতিবেদক:

“ভক্তের পুরস্কার” কিশোর কুমার এর ৮৮তম জন্মদিন ও ভারতরত্ন অ্যাওয়ার্ড দেবার দাবিতে বিশেষ র‍্যালী ও সঙ্গীতানুষ্ঠানে বাংলাদেশ থেকে একমাত্র আমন্ত্রিত অতিথি রাজশাহীর গর্ব সুমন শাহিদ।

যিনি আমাদের কাছে “কিশোর সুমন” নামে পরিচিত, তিনি আজ মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে৷

তিনি দীর্ঘদিন ধরেই কিশোরের মতোই করেই কণ্ঠ দিতে পারেন। এর জন্য ভারতে তার কিছু ফ্যানও রয়েছে। তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ভারতের এ অনুষ্ঠানে ।

তিনি দেশের সকলের কাছে দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, গত বছরেও উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা কিশোর কুমারের ৮৭তম জন্মদিনে গান গাইতে ভারতে গিয়েছিলেন রাজশাহীর সঙ্গীতশিল্পী সুমন কিশোর। তিনি কিশোর কুমারের জন্মস্থান ভারতের মহারাষ্ট্রের খান্ডোয়াতে ‘কোলকাতা কিশোর কুমার ফ্যান ক্লাব’র আমন্ত্রণে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন।

স/অ