কিপিং ছাড়বেন না বিজয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুশফিকুর রহিমের আঙুলের ইনজুরিতে ২০১২ এশিয়া কাপে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন এনামুল হক বিজয়। তার দূরন্তপনায় চোখ জুড়িয়েছিল অনেকেরই। কিন্তু মুশফিকুর রহিম সুস্থ হওয়ার পর কিপিং গ্লাভস তুলে রাখতে হয় বিজয়কে। কিন্তু এখন চিত্র সম্পূর্ণ উল্টো। জাতীয় দলে জায়গা পেতেই বিজয়কে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

জাতীয় দলে ফের সুযোগ পাবেন কি না, জানেন না। তবে কিপিং চালিয়ে যাবেন ডানহাতি এই ওপেনার। রোববার মিরপুরে বিজয় বলেন, ‘ঘরোয়া লিগে প্রথম শ্রেণি ক্রিকেটে, প্রিমিয়ার লিগ, ও বিপিএলে তো নিয়মিত উইকেট কিপিং করছি। যদি সুযোগ আসে তাহলে আগামীতে সেরা উইকেটরক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করব। ব্যাটিংয়ের পাশাপাশি এটা নিয়েও কাজ করছি ।’

জাতীয় দলে কিপিং বেশ চ্যালেঞ্জিং। মুশফিকুর রহিমের সঙ্গে এখন তিনজন কিপার স্ট্যান্ডবাই আছেন। লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুনের সঙ্গে আছেন কাজী নুরুল হাসান সোহান। তাদেরকে টপকে ব্যাটসম্যান কাম কিপার হিসেবে খেলা খুব কঠিন। বিজয় নিজেও বিষয়টি নিয়ে অবগত।

তার ভাষ্য, ‘জাতীয় দলে কিপিং চ্যালেঞ্জিং। যত খেলোয়াড়ের অভিষেক হবে ও যত খেলোয়াড় আসবে সবার জন্যই জায়গাটি কঠিন হয়ে যাচ্ছে। কারণ আগে হয়তো একটা এলাকায় ১০ জন ক্রিকেটার ছিল এখন ১০০ জন ক্রিকেটার। এ প্রতিযোগিতা আরো বাড়তে থাকবে। এটা সত্য আমি যখনই বাংলাদেশের হয়ে উইকেট কিপিং করেছি তখনই ভালো করেছি।’

লংগার ভার্সনে মুশফিকুর রহিমের কিপিং না করার সম্ভাবনা বেশি। অধিনায়কের দায়িত্বে থাকা মুশফিকুর রহিমকে পূর্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবে টেস্টে খেলানোর আগ্রহ টিম ম্যানেজম্যান্টের। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন লিটন কুমার দাস। সাত নম্বরে উইকেটকিপার কাম ব্যাটসম্যানকে খেলানোর ইচ্ছে টিম ম্যানেজম্যান্টের। সে জায়গায় খেলতে আপত্তি নেই বিজয়ের।

তিনি বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে আমার প্রথম সেঞ্চুরি কিন্তু সাত নম্বরে। দ্বিতীয়টাও সাতে। তারপর টপ অর্ডারে চলে আসি। অবশ্যই বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট ও অধিনায়ক আমাকে যেখানে খেলতে বলবে আমি সেখানেই খেলতে প্রস্তুত। টেস্টে আমি জায়গা করে নিতে চাই। সাত নম্বরে যদি খেলতে হয় তাহলে সেখানেও খেলতে কোনো সমস্যা নাই। দীর্ঘমেয়াদের জন্য টেস্টে কিপিং করতে চাই। যদি সুযোগ পাই তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। ভাগ্যকে কাজে লাগিয়ে অবশ্যই ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা করব।’

সূত্র: রাইজিংবিডি