কাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি : ইবাদত

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন আজ মঙ্গলবার শেষ বেলায় ৭ ওভারের স্মরণীয় স্পেলে মাত্র ১৬ রান দিয়ে চোখের পলকে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সামনে ঐতিহাসিক টেস্ট জয়ের দুয়ার খুলে দিয়েছেন ইবাদত হোসেন। যদিও এই পেসারকে একাদশে নেওয়া নিয়ে বেশ প্রশ্ন ছিল। কিন্তু চলতি টেস্টে এই পেসার দারুণ গতি ও নিয়ন্ত্রণ দেখিয়ে যাচ্ছেন। উইকেটের অধারাবাহিক বাউন্সও ছিল ইবাদতের পক্ষে। কাল সকালে বল হাতে তার ওপর গুরুদায়িত্ব থাকবে।

দিনের খেলা শেষে ইবাদত বলেন, ‘আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি। দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং–সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি, কীভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা পক্ষে থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি, কীভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কীভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি।’

বাংলাদেশের পেসাররা দেশে কখনই পেস সহায়ক উইকেট পায় না। সেই চিরচরিত ধীরগতির ঘূর্ণি উইকেটে খেলা হয়। ইবাদতের আশা, অদূর ভবিষ্যতে বিদেশের মাটিতে তাসাকিন-শরীফুলরাও আগুনে বোলিং করবে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থ ও সাপোর্ট স্টাফ- সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এত ভালো করতে পারিনি। এই দলই চাইছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে। দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই হলো, বিদেশের মাটিতে জেতা শুরু করব।’

 

সূত্রঃ কালের কণ্ঠ