কাবুলের নিরাপত্তার দায়িত্ব পাওয়ার পর যা বললেন খলিল হাক্কানি

তালেবানের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা খলিলুর রহমান হাক্কানি বলেছেন, তালেবান ঘোষিত ইসলামিক আমিরাতের অধীনে সবাই নিরাপদ। এর আগে গতকাল তালেবানের এই সহযোগী সংগঠনকে রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেয় তালেবান।

আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে খলিলুর রহমান হাক্কানি বলেন, আফগানিস্তানের ৩৪ প্রদেশেই সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুতরাং উদ্বেগের কিছু নেই। কাবুলের নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছেন বলেও জানান তিনি।

খলিল হাক্কানি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন হাজার হাজার আফগান নাগরিক আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে ভিড় করছে।

তবে আফগান নাগরিকদের আশ্বস্ত করে খলিলুর রহমান হাক্কানি বলেন, আমরা যদি সুপার পাওয়ারদের পরাজিত করতে পারি, তাহলে আফগানিস্তানের নাগরিকদের নিরাপত্তাও দিতে পারব।

তিনি বলেন, আমাদের শত্রুতা ছিল দখলদার আমেরিকার বিরুদ্ধে। একটি সুপার পাওয়ার আমাদের আফগানদের বিভক্ত করতে এসেছিল। তারা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এখন আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই,  আমরা সবাই আফগানি।

 

সূত্রঃ যুগান্তর