কাবা শরিফ-মদিনায় জিলহজের তৃতীয় জুমা পড়াবেন যারা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

১৪৪৩ হিজরির হজের মাস জিলহজের তৃতীয় জুমা আজ। পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার আজকের জুমায় খুতবা দেবেন, হাজিদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন এবং জুমার নামাজ পড়াবেন। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।

আজ ২২ জুলাই ২০২২ইং মোতাবেক ২৩ জিলহজ ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ হজের মাসের তৃতীয় জুমা অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ হজ উপলক্ষ্যে আসা মুসল্লিদের উদ্দেশ্যে করণীয় তুলে ধরতে পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-
> কাবা শরিফ

কাবা শরিফের প্রসিদ্ধ ইমাম, প্রবীণ আলেমে দ্বীন হিসেবে পরিচিত শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।

> মসজিদে নববি
মদিনার মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. হুসাইন আল-শায়খ।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

 

সুত্রঃ জাগো নিউজ