কানাডায় হাসপাতাল নির্মাণে মুসলিমদের সর্বোচ্চ অর্থ প্রদান

কানাডার অন্টারিও শহরের মিসিসাগা হাসপাতালের উন্নয়নে কানাডার মুসলিম কমিউনিটির পক্ষ থেকে পাঁচ মিলিয়ন ডলার পরিমাণ অর্থ দেওয়া হয়।

ট্রিলিয়াম হেলথ পার্টনার (টিএইচপি) পরিচালিত হাসপাতালে প্রদত্ত অর্থ কানাডার মুসলিমদের দেওয়া সর্বোচ্চ পরিমাণ বলে বিবেচিত হয়।

পরিবার, মসজিদ নির্মাণ, সমাজসেবাসহ নানা খাতে সহযোগিতার জন্য এগিয়ে আসার সুনাম আছে কানাডার মুসলিমদের।

বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করে স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার পেছনে আছেন টিএইচপির প্রতিষ্ঠাকালীন সদস্য মুফতি আবদুল কাইউম, তাঁর বন্ধু নাদিম চৌধুরী ও আতা কুরাইশি।

অন্টারিও শহরের প্রধান ডোগ ফোর্ড মুসলিমদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অন্টারিও শহরবাসীর জন্য টিএইচপির স্বাস্থ্যসেবায় নিয়োজিত বীর চিকিৎসকদের সহযোগিতায় এগিয়ে আসায় মুফতি আবদুল কাইউম ও মুসলিম কমিউনিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।’

তিনি আরো বলেন, ‘অন্টারিও শহরের বাসিন্দা হিসেবে আমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে এলে বর্তমান কঠিন পরিস্থিতির সময়ও এগিয়ে চলার সাহস পাব।’

 

সূত্রঃ কালের কণ্ঠ