কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা

কানাডায় পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ ঘটনাকে ‘পূর্ব-পরিকল্পিত’ হত্যাকাণ্ড বলে জানিয়েছে।

সোমবার বিবিসির খবরে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, রাস্তা পার হওয়ার জন্য ওই মুসলিম পরিবারের পাঁচ সদস্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে পরিবারটির চার সদস্য নিহত হন। তাদের মধ্যে দুইজন নারী। একজনের বয়স ৭৪ বছর, অপরজনের ৪৪। এছাড়া ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ১৫ বছরের এক কিশোরী মারা গেছেন।

পরিবারটির বেঁচে যাওয়া একমাত্র ছেলের বয়স নয়। সেও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

এ ঘটনায় ২০ বছর বয়সী এক কানাডিয়ান নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চারজনকে হত্যা ও এক হত্যাচেষ্টার অভিযোগ এনেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় ২০১৭ সালে কুইবেক সিটির একটি মসজিদে ছয় মুসলিমকে হত্যা করার পর দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় হামলা।

সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল রাইট বলেছেন, ধারণা করা হচ্ছে, মুসলিম হওয়ার কারণেই তাদের হত্যার টার্গেট করা হয়েছে।

 

সূত্রঃ সমকাল