রুশ হ্যাকারদের কাছ থেকে ২৩ লাখ ডলারের বিটকয়েন উদ্ধার করল যুক্তরাষ্ট্র

ডেপুটি ইউএস এ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো এ বিটকয়েন উদ্ধারের ঘোষণা দেন। হ্যাকারদের কাছ থেকে এধরনের বিটকয়েন উদ্ধারের ঘটনা এই প্রথম।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কলোনিয়াল পাইপলাইনের জন্য মুক্তিপণ হিসাবে হ্যাকারদের ওই অর্থ দেওয়া হয়েছিল যা জব্দ করা সম্ভব হয়েছে বলে সোমবার মার্কিন বিচার বিভাগ জানায়।

ওই পাইপলাইনের কম্পিউটার সিস্টেম হ্যাক হওয়ার পরে প্রায় এক সপ্তাহ বন্ধ রাখতে হয়। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যাকারদের ৪.৪ মিলিয়ন ডলার মুক্তিপণ প্রদানের বিষয়টি স্বীকার করেন।

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো এক সাংবাদিক সম্মেলনে বলেন আমরা হ্যাকারদের অন্ধকার জগতের লেনদেনের ওপর হস্তক্ষেপ করতে সমর্থ হয়েছি। মুক্তিপণ হিসেবে লুটে নেওয়া হ্যাকারদের কাছ থেকে বেশিরভাগ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

সূত্রঃ আমাদের সময়