কানাডায় খালিস্তান সমর্থক আরেক যুবক গুলিতে নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :

উত্তর আমেরিকার দেশ কানাডায় খালিস্তান সমর্থক এক শিখ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম সুখদুল সিং ওরফে সুখা দুনেকে। স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) কানাডার উইনিপেগে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে তাকে হত্যা করে।

কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এর মধ্যেই নতুন করে এক খালিস্তান সমর্থকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানি সমর্থক সুখদুল সিং – যিনি সুখা দুনেকে নামেও পরিচিত – কানাডায় গ্যাং সহিংসতায় নিহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন।

এনডিটিভি বলছে, দুনেকে পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা ছিলেন এবং ২০১৭ সালে পাঞ্জাব থেকে কানাডায় চলে যান। তিনি খালিস্তানি নেতা আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনবিসিটিভি১৮ বলেছে, বুধবার কানাডার উইনিপেগে সুখদুল সিং ওরফে সুখা দুনেকে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন।

পাঞ্জাব পুলিশ সূত্র নিউজ১৮ কে জানিয়েছে, সুখদুল সিং খালিস্তানপন্থি বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ২০১৭ সালে পাঞ্জাব থেকে কানাডায় পালিয়ে যান। তিনি পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা ছিলেন।