কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত, নেপালজুড়ে শোকের ছায়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাঠমান্ডুতে বাংলাদেশ বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ যাত্রী নিহতের ঘটনায় নেপালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি ও ভাইস প্রেসিডেন্ট নন্দ বাহাদূর পুন এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে কামনা করেন তারা।-খবর দা হিমালয়ান।

দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দ্রুতই দুর্ঘটনাস্থলে যান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময়ে কে পি অলির সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল ও স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা উপস্থিত ছিলেন।

পরবর্তী সময় নেপালির কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাম চন্দ্র পোডেল দুর্ঘটনাস্থলে গিয়ে শোক প্রকাশ করেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদূর দেউবা ও নেপাল কমিউনিস্ট পার্টির (মাওবাদী-কেন্দ্র) প্রধান পুষ্প কমল দহল নিহদের প্রতি শোক ও আহতদের সমবেদনা জানিয়েছেন।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আমরা ভারতবাসী নেপাল ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছি।

যুগান্তর