আবারও হারল শ্রীলংকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হালকা বৃষ্টির দরুন ৯৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়। টসে জিতে ফিল্ডিং নিতে ভুল করেননি রোহিত শর্মা। সোমবার প্রেমাদাসায় ত্রিদেশীয় টি ২০ সিরিজে ১৯ ওভারের ম্যাচে স্বাগতিকদের ১৫২/৯-এ আটকে ভারত ম্যাচ জিতেছে ছয় উইকেটে।

মনীশ পান্ডের ৪২* ও দিনেশ কার্তিকের ৩৯* রানে নয় বল বাকি থাকতে জয়ী হন রোহিত শর্মারা। শ্রীলংকার এটি টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশের কাছে। ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার কাছে হার মানে।

এই জয়ে প্রতিশোধ নিল তারা। ১৫৩ তাড়া করতে নামা ভারত দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায়। চতুর্থ ওভারে বিদায় নেন শিখর ধাওয়ান। লোকেশ রাহুল (১৮) ও সুরেশ রায়নাও (২৭) বেশিক্ষণ টিকতে পারেননি। দুটি উইকেট নেন আকিলা ধনঞ্জয়া।এরআগে কুশল মেন্ডিসের ২২ বলে ফিফটি সত্ত্বেও শ্রীলংকা ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি। নিষিদ্ধ নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়া খেলতে নামা স্বাগতিকরা

শেষ আট ওভারে ছয় উইকেট হারায়। শ্রীলংকার ইনিংসে বলার মতো রান কুশল মেন্ডিসের। ৩৮ বলে ৫৫ রান করেন তিনি তিনটি করে চার ও ছয়ের সহায়তায়। ২২ রান আসে থারাঙ্গার ব্যাট থেকে। ভারতীয় পেসার শার্দুল ঠাকুর পরপর দুই বলে দুটি উইকেট নেন। ২৭ রানে চার উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা ১৫২/৯, ১৯ ওভারে (গুনাথিলাকা

১৭, কুশল মেন্ডিস ৫৫, উপুল থারাঙ্গা ২২, থিসারা পেরেরা ১৫, শানাকা ১৯। ওয়াশিংটন সুন্দর ২/২১, শার্দুল ঠাকুর ৪/২৭)। ভারত ১৫৩/৪, ১৭.৩ ওভারে (রোহিত শর্মা ১১, রাহুল ১৮, রায়না ২৭, পান্ডে ৪২*, কার্তিক ৩৯*। আকিলা ধনঞ্জয়া ২/১৯)।

ফল : ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শার্দুল ঠাকুর (ভারত)।

যুগান্তর