কাটা পা নিয়ে আতঙ্ক

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বগুড়ায় রাস্তার পাশে ভাগাড় থেকে মানুষের কাটা একটি পা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বগুড়ার বনানী এলাকায় সরকারি শাহ সুলতান কলেজের সামনে রাস্তার পাশে ভাগাড় থেকে এই কাটা পা উদ্ধার করা হয়। পুলিশের দাবি কোনো ক্লিনিক বা হাসপাতালে অপারেশনের পর তা ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভাগাড়ে ফেলে রাখা কাটা পা বেশ কয়েকটি কুকুর খাওয়ার চেষ্টা করছিল। কুকুরের আনাগোনা দেখে এগিয়ে গিয়ে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে কাটা পা উদ্ধার করেন।

শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ওই কাটা পা উদ্ধার করা হয়েছে। পায়ে ইনফেকশন রয়েছে। ধারণা করা হচ্ছে স্থানীয় কোনো ক্লিনিক বা হাসপাতালে অপারেশন করে ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পাটি ভাড়ারের পাশে মাটিতে পুতে রাখা হয়েছে।

সূত্র : আমাদের সময়