কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২

কাজাখস্তানের দক্ষিণাঞ্চলের তারাজ শহরের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে।

জানা গেছে, বিস্ফোরণে আরো অন্তত ৯৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহদের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ বলেছেন, ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে।

তিনি আরো জানিয়েছেন, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট।

 

সূত্রঃ কালের কণ্ঠ