কাউন্সিলরসহ আসামী ৪: তানোরে ৩ জুয়াড়ি আটক

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটকসহ নগদ ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।  আটককৃতরা হলেন, তানোর পৌর এলাকার তাঁতিয়াল পাড়া গ্রামের লুকমান আলীর পুত্র ইনছান আলী (৪০), আমশো গ্রামের তৈয়ব আলীর পুত্র হোসেন আলী (২৫), মথুরাপুর মুন্নাপাড়া গ্রামের মৃত-হায়াত আলী মোল্লার পুত্র কেফা মোল্লা (৪২)। গতকাল শুক্রবার সকালে তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এবিষয়ে জুয়া আইনে তানোর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমানসহ ৪ জনের নামে মামলা হয়েছে। তবে কাউন্সিলর পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমানের নিজ বাড়িতে প্রতি দিন জোয়ার আসর বসে। আর কাউন্সিলর তার ক্ষমতা বলে কাউকে পরোয়ানা না করে প্রতি দিন জোয়ার আসর বসায়।

এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পুলিশ কাউন্সিলরের বাড়িতে অভিযান চালায়। এসময় কাউন্সিলর কৌশল করে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ ওই তিন জনকে নগদ টাকাসহ আটক করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, জুয়ার আসরের মেন হোতা কাউন্সিলর। তাকে গ্রেফতারের চেষ্টা চলচ্ছে।

 

স/আ