‘কলমের সদ্ব্যবহার করতে হবে’

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, সবার হাতে কলম থাকে না। সাংবাদিক, প্রশাসন, রাজনীতিবিদদের হাতে কলম থাকে। এ কলমের সদ্ব্যবহার করতে হবে। তিনি বলেন, ইতিহাসে অনেক কুখ্যাত লেখক, কুখ্যাত সাংবাদিক আছে। তাদের লেখনীও আছে। তাই তাদের সঙ্গে যেন ভালোদের লেখনী মিলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

 

বুধবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিতদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আপনাদের এবারের নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ফরিদপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে আপনাদের ইতিবাচক ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিসি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন- ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। এ সময় নির্বাচিত অন্যরা উপস্থিত ছিলেন।

 

সূত্রঃ যুগান্তর