করোনা সংক্রমণ রোধে এখনও সচেতন নয় সাধারণ মানুষ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে সিটি করপোরেশন ও সশস্ত্র বাহিনীর ধারাবাহিক কর্মসূচি চলছে। সচেতনতার বার্তা, কঠোর নজরদারি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না রাজধানীর অনেকেই। মাস্ক ছাড়া, নিরাপদ দূরত্ব না মেনেই দৈনন্দিন কাজে অংশ নিচ্ছেন তারা।

মুখে মাস্ক নেই, হাতে নেই গ্লাভস। রাজধানীর কাঁচাবাজারগুলোতে রোববার (২৯ মার্চ) সকালে দেখা মিলেছে এমন অনেক ক্রেতার। একই অবস্থা বিক্রেতাদেরও।

অনেকেই রাস্তার দোকানেই চা খাচ্ছেন। সন্তান কোলে নিয়ে চলাচল করছেন ঝুঁকিপূর্ণ অবস্থায়।

স্বেচ্ছাসেবকদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও সচেতন হচ্ছেন না অনেকে। বিক্রেতাদের বারণও মানছেন না তারা। এ অভিযোগের বিপরীতে অনেকেই দিলেন আগ্রাসী জবাব।

এদিকে রোববারও প্রধান সড়ক এবং অলিগলিতে জীবাণুনাশক ছিটায় সিটি করপোরেশন।

সেনাবাহিনীও জীবাণুমুক্তকরণ কর্মসূচির পাশাপাশি দুস্থদের মাঝে খাবারও বিতরণ করে।

বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী।