করোনা সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইলে র‌্যাবের টহল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং জনসাধারণকে সচেতন করতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিশেষ টহল জোরদার এবং হাট বাজার মনিটরিং করছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর সদস্যরা।

রোববার (২৯ মার্চ) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২এর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে এই টহল পরিচালিত হয়েছে। এসময় র‌্যাবের গাড়িতে সচেতনতামূলক ব্যানার ফেস্টুন লাগিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইকিং করেন তারা। জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে বের হতে নিষেধ করেন ও সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেন।

এসময় টাঙ্গাইল র‌্যাব ১২ এর কোম্পানী কমান্ডার আবু নাইম বলেন, করোনা ভাইরাসে আতংক নয়, প্রয়োজন সচেতনতা । যে কারণে র‌্যাবের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় টহল জোরদার এবং মাইকিং করে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এই অভিযান ক্রমান্বয়ে সারা টাঙ্গাইলে করা হবে।