করোনা: লকডাউনে থাকা চীনের শিয়ান শহরে খাদ্য সংকট

লকডাউনে থাকা চীনের শিয়ান শহরের বাসিন্দারা খাদ্য সংকটে পড়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের মাঝামাঝি শিয়ান শহরে করোনার সংক্রমণ শুরু হয়। ভাইরাসটির বিস্তার ঠেকাতে জিরো সংক্রমণ নীতির কারণে দ্রুত ওই শহরের সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং কঠোর লকডাউন ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, তারা পর্যাপ্ত পরিমাণ খাবার ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের সরবরাহ পাচ্ছেন না।

আদা ঝাও নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের এলাকায় আমরা প্রয়োজনী জিনিস সরবরাহ কিংবা এগুলো কীভাবে সংগ্রহ করতে হবে তার কোনো নোটিস পাইনি।’

তিনি জানান, অনলাইনে পণ্য কেনার চাহিদা বেড়ে যাওয়ার কারণে ডেলিভারি ম্যানের সংকট দেখা দিয়েছে এবং যথাসময়ে পণ্য পাওয়া যাচ্ছে না।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন