করোনা: রোহিঙ্গাদের শৃঙ্খলা-সচেতনতা কিছুই নেই

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বিদেশি উন্নয়নকর্মীদের অবাধ যাতায়াতের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো করোনাভাইরাস সংক্রমণের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আর ব্যাপক ঘনত্বের কারণে এখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। উৎকণ্ঠা বাড়ছে স্থানীয়দের মাঝেও। তবে কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে রোহিঙ্গাদের সচেতন করা হচ্ছে।

কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে চলাচল করছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের আশ্রয় ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। সামাজিক দূরত্ব ছাড়াই ত্রাণ সংগ্রহ করছেন তারা। আবার করোনাভাইরাসের ব্যাপারে কোনো ধারণাই নেই তাদের। সেই সঙ্গে রয়েছে রোহিঙ্গাদের সহায়তায় কর্মরত বিদেশিদের অবাধ যাতায়াত।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের শঙ্কা, ব্যাপক জন ঘনত্বের এসব ক্যাম্পে সংক্রমণ হলে তার পরিণাম হবে ভয়াবহ।

কক্সবাজার উখিয়া কুতুপালং ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। এদের মধ্যে করোনা বিষয়ে কোনো সচেতনতাও নেই।

কক্সবাজার উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সরকারের কাছে অনুরোধ, রোহিঙ্গাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করার।

আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানালেন, রোহিঙ্গা ক্যাম্পে যাতে জনসমাগম না হয় এজন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, তাদের অতিরিক্ত জনসমাগম করতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনীয় জিনিস ব্যতীত অন্য কিছু বিতরণের ক্ষেত্রে ক্যাম্পগুলোকে নিষেধ করা হয়েছে।

গত সপ্তাহে ভারত থেকে অবৈধভাবে আসা এক রোহিঙ্গা পরিবারের ৪ সদস্যকে ইউএনএইচসিআরের ট্রানজিট ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।