বুধবার , ১১ মার্চ ২০২০ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা থেকে বাঁচতে মদ খেয়ে ৪৪ ইরানির মৃত্যু

Paris
মার্চ ১১, ২০২০ ৬:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে। দেশটির খুজেস্তান ও আলবার্জ প্রদেশে এ ঘটনা ঘটে। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।

সম্প্রতি ইরানের বার্তা সংস্থা মেহেরের বরাতে ইউএস টুডে জানিয়েছে, মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

করাজ শহরের ডেপুটি প্রসিকিউটর মোহাম্মদ আঘারি বলেন, নিহতদের মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের বাসিন্দা। আর বাকিরা উত্তরের আলবার্জ প্রদেশের বাসিন্দা।

সম্প্রতি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।

দেশটির আহওয়াজ মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র আলী এহসানপুর বলেছেন, কিছু নাগরিক শুনেছিলেন যে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই তারা এটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পান করেন।

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। অ্যালকোহল মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হয়।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে রোধে অ্যালকোহলের কোনো প্রভাব নেই। তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ অনুসরণ করা উচিত।

ইতিমধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন আরও কয়েক হাজার মানুষ।

প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ মোকাবেলায় চরম হিমশিম খাচ্ছে ইরান। এমনকি দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাও ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেন, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ সংসদ সদস্য। রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাও। মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক