করোনা ঠেকাতে কুয়েতে আংশিক কারফিউ জারি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

মহামারী করোনা ভাইরাসে কুয়েতে এখন পর্যন্ত ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনাভাইরাসে সংক্রমণ কমিয়ে আনতে কুয়েতে আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ মার্চ) থেকে এটি কার্যকর হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা নিউজ এজেন্সী এ তথ্য জানিয়েছে।

প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত  মোট ১১ ঘণ্টা কুয়েত জরুরি অবস্থার আওতায় থাকবে। এই আইন লঙ্ঘনকারীদের তিন বছরের কারাদণ্ড বা ১০ হাজার দিনার জরিমানা করা হবে।

সরকারি ছুটি আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এছাড়াও বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কুয়েত সরকার।