করোনা: চীনের কাছে জবাব চান জার্মান চান্সেলর

 

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে গোটা পৃথিবী। একই সঙ্গে বারবার চীনের দিকে আঙুল তুলেছে পৃথিবীর বিভিন্ন দেশ। আমেরিকা, ফ্রান্সের পর এবার অভিযোগ তুললেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কল। ভাইরাস কোথা থেকে এল তা নিয়ে চীন তথ্য লুকাচ্ছে, এমনটাই অভিযোগ তাঁর।

তিনি বলেন, চীন গোটা বিশ্বকে করোনা ভাইরাস নিয়ে ভুল বোঝাচ্ছে। ভাইরাসের উৎস আর সংক্রমণ নিয়ে আরও বেশি স্বচ্ছ হতে হবে। বিশ্বের প্রত্যেকেরই এই বিষয়টা জানা উচিৎ।

চান্সেলর আরও জানিয়েছেন, জার্মানিতে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। ছোট ছোট দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে বলা হয়েছে। স্কুল খোলা হয়নি এখনও।

এর আগে আমেরিকা ছাড়াও একই অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে চীনের সংখ্যা তুলনা করা ঠিক না। তাঁর কথায়, চীন যেভাবে সংকটকে নিয়ন্ত্রণ করেছে আমি তার সম্মান করি। কিন্তু এতটাও এখনই বলে দেওয়া ঠিক না যে অন্য দেশের থেকে চীন অনেক ভালো করেছে। অনেক কিছুই ঘটে গিয়েছে যা আমরা পরিষ্কার ভাবে জানি না। ঠিক কতজন আক্রান্ত হয়েছেন এবং কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে।

 

সূত্রঃ সময়